1. admin@nobobangladesh.news : admin :
  2. shabbir@nobobangladesh.news : News :
  3. newsroom@nobobangladesh.news : News Room :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ০৯ জানুয়ারী ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
শিরোনাম :
এনসিপির পদত্যাগী নেতা আরশাদুল এখন বিএনপিতে জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় যেতে চায় : মেয়র ডা. শাহাদাত হোসেন বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘের উদ্যোগে চট্টগ্রামে হস্তশিল্প মেলা মীরসরাইয়ে বিপিসির পাইপলাইন ছিদ্র করে থেকে তেল চুরি চকরিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আ.লীগ নেতা চুট্টু গ্রেপ্তার লোহাগাড়ায় দেয়াল ভাঙতে গিয়ে চাপা পড়ে যুবক নিহত ২৪ বছর পর চন্দনাইশে ‘ধানের শীষ’ প্রার্থী চট্টগ্রামে ডিবি পরিচয়ে ব্যবসায়ীর ৪২ ভরি স্বর্ণ ছিনতাই চট্টগ্রামে দেশীয় বন্দুক-গুলিসহ শীর্ষ সন্ত্রাসী মনির গ্রেপ্তার চট্টগ্রামের সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেছেন শাহজাহান চৌধুরী

হাটহাজারীর আনিসুল ইসলাম মাহমুদের মনোনয়নপত্র বাতিল

নববাংলাদেশ ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ৩৪ বার পড়া হয়েছে

চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।

আজ শনিবার মনোনয়নপত্র বাছাইয়ের দিনে রিটার্নিং কর্মকর্তা ও বিভাগীয় কমিশনার মো. জিয়া উদ্দিন এ ঘোষণা দেন।

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের নির্বাহী হাকিম হেদায়েত উল্যাহ বলেন, “আনিসুল ইসলাম মাহমুদ তার মনোনয়নপত্রের সাথে দলীয় যে মনোনয়নপত্র জমা দিয়েছেন, সেখানকার স্বাক্ষরের সাথে নির্বাচন কমিশনের পাঠানো দলীয় মনোনয়নপত্রের স্বাক্ষরে গড়মিল রয়েছে। এ কারণে তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।“

চট্টগ্রাম নগরীর হাটহাজারী উপজেলা ও নগরীর ১ ও ২ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত চট্টগ্রাম-৫ সংসদীয় এলাকা। এ আসনে তিনিসহ মোট ১০ জন মনোনয়নপত্র পত্র জমা দিয়েছেন।

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের ওপর আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞার সুযোগে গেল ৯ অগাস্ট ‘ঐক্য সম্মেলন’ করে আলাদা হয়ে যান আনিসুল ইসলাম মাহমুদ, রুহুল আমিন হাওলাদারসহ দলেন কয়েকজন জ্যেষ্ঠ নেতা। রওশনের অংশ থেকে বেরিয়ে কাজী ফিরোজ রশীদ, আবু হোসেন বাবলাও তাদের সঙ্গে যোগ দিয়েছেন।

গত ৮ ডিসেম্বর আনিসুল ইসলাম মাহমুদ নেতৃত্বাধীন জাতীয় পার্টি এবং আনোয়ার হোসেন মঞ্জুর জাতীয় পার্টি-জেপির নেতৃত্বে ২০ দলের সমন্বয়ে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ) নামের একটি জোটের আত্মপ্রকাশ হয়েছে। এ জোটের সভাপতির দায়িত্বে রয়েছেন আনিসুল ইসলাম মাহমুদ।

জাতীয় পার্টিতে যোগ দেওয়ার আগে আনিসুল ইসলাম মাহমুদ বিএনপির টিকেটে ১৯৭৯ সালে এই আসনে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। তার জাতীয় পার্টির প্রার্থী হিসেবে ১৯৮৬ ও ৮৮ সালের নির্বাচনেও জয় পান তিনি।

আর ২০০৮ সালে আওয়ামী লীগের মহাজোট থেকে নির্বাচন করে জয় পান আনিসুল ইসলাম। তার পরের তিন সংসদে জাতীয় পার্টির টিকেটে তিনি সংসদ সদস্য হন। আওয়ামী লীগ সরকারের দুই মেয়াদে তিনি ছিলেন পানিসম্পদ মন্ত্রীর দায়িত্বে। এরশাদ সরকারের আমলেও মন্ত্রী ছিলেন আনিসুল ইসলাম।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ