সাবেক প্রধান শিক্ষক একেএম নাজিম উদ্দিনের ১০ম মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) মরহুমের নিজ বাড়িতে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
২০১৫ সালের ৯ ডিসেম্বর চট্টগ্রাম নগরের চকবাজারে নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৬৪ বছর।
শিক্ষাজীবনে নাজিম উদ্দিন কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও এইচএসসি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক ডিগ্রি অর্জন করেন। কর্মজীবনের শুরুতে তিনি চন্দনাইশ উপজেলার বরমা ইউনিয়নের কেশুয়া উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগ দেন এবং পরে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন।
১৯৯২ সালে তিনি চন্দনাইশ উপজেলার ১৯ নম্বর (বর্তমান ৪ নম্বর) বরকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। পরপর সাত বছর তিনি সততা, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।
ব্যক্তিজীবনে তিনি বোয়ালখালী উপজেলার একটি ঐতিহ্যবাহী মুসলিম পরিবারের কন্যা শেখ লুৎফুন নেসাকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেন। তাদের পরিবারে তিন ছেলে ও তিন মেয়ে আছে।