চট্টগ্রামের লোহাগাড়ায় নিজ বাড়ির পুরোনো পাকা দেয়াল ভাঙার সময় ওই দেওয়াল ধসে পড়ে মোহাম্মদ খালেদ (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে উপজেলার চুনতি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের শামশু হাজী পাড়ায় উক্ত দুর্ঘটনা ঘটে।
নিহত খালেদ ওই এলাকার আবদুল মন্নানের ছেলে। তিনি পেশায় ওয়ালটন শোরুমে কর্মরত ছিলেন।
চুনতি পুলিশ ফাঁড়ির এসআই (উপ-পরিদর্শক) আ ফ ম জিয়াউল হুদা জানান, ঘটনার দিন দুপুরে নিহত ব্যক্তি নিজ উদ্যোগে পুরাতন পাকা বাড়ির দেওয়াল ভাঙার কাজ করছিলেন। একপর্যায়ে দেয়ালটি ধসে পড়লে অসাবধানতাবশত তিনি দেওয়ালের নিচে চাপা পড়েন। এতে তিনি মাথায় গুরুতর আহত হন।
আহতাবস্থায় পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, খবর পেয়ে চুনতি পুলিশ ফাঁড়ির পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।