সাভারের বিকেএসপির সবুজ মাঠে রোববারের বিকেলটা রঙিন হয়ে উঠল চট্টগ্রাম বিভাগের জয়োল্লাসে। নারী জাতীয় টি–২০ ক্রিকেট লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচে বরিশাল বিভাগকে ২৯ রানে হারিয়ে টানা দ্বিতীয় জয়ের দেখা পেয়েছে চট্টগ্রাম। আগের ম্যাচে তারা হারিয়েছিল ঢাকা বিভাগকে, এবার একই দৃঢ়তায় থামাল বরিশালকে।
টস জিতে প্রথমে ব্যাট করতে নামে চট্টগ্রাম। নির্ধারিত ২০ ওভারে তারা ছয় উইকেট হারিয়ে তোলে ৯৪ রান। দলের রানভিত্তিক ভরসা ছিলেন অধিনায়ক ফাহিমা। জাতীয় দলের এই তারকা ব্যাটার ৩৯ বলে অপরাজিত ৪৪ রান করেন। দ্বিতীয় সর্বোচ্চ ১৭ রান আসে একা মল্লিকের ব্যাটে। বরিশালের বোলিং আক্রমণে যত ফাতিমা নেন দুইটি উইকেট, সুলতানা ও ইয়াসমিন নেন একটি করে উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই চাপের মুখে পড়ে বরিশাল। মাত্র ৩৩ রানে চার উইকেট হারিয়ে ছিটকে যায় তাদের সম্ভাবনা। চট্টগ্রামের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে পুরো ২০ ওভার খেললেও দলটি অলআউট হয় ৬৫ রানে। ওপেনার সুমি করেন সর্বোচ্চ ১৩ রান, তিনিই দলের একমাত্র দুই অঙ্ক ছোঁয়া ব্যাটার। চট্টগ্রামের পক্ষে ফাহিমা ও লিমা নেন দুটি করে উইকেট।
অলরাউন্ড নৈপুণ্যের জন্য ম্যাচসেরা নির্বাচিত হন চট্টগ্রাম বিভাগের অধিনায়ক ফাহিমা। ম্যাচ শেষে তার হাতে ট্রফি ও প্রাইজমানি তুলে দেন ম্যাচ রেফারি আসিফ হোসেন দিদার।
পরের ম্যাচে চট্টগ্রাম বিভাগের প্রতিপক্ষ রাজশাহী বিভাগ, ম্যাচটি হবে মঙ্গলবার।