1. admin@nobobangladesh.news : admin :
  2. shabbir@nobobangladesh.news : News :
  3. newsroom@nobobangladesh.news : News Room :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
শিরোনাম :
এনসিপির পদত্যাগী নেতা আরশাদুল এখন বিএনপিতে জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় যেতে চায় : মেয়র ডা. শাহাদাত হোসেন বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘের উদ্যোগে চট্টগ্রামে হস্তশিল্প মেলা মীরসরাইয়ে বিপিসির পাইপলাইন ছিদ্র করে থেকে তেল চুরি চকরিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আ.লীগ নেতা চুট্টু গ্রেপ্তার লোহাগাড়ায় দেয়াল ভাঙতে গিয়ে চাপা পড়ে যুবক নিহত ২৪ বছর পর চন্দনাইশে ‘ধানের শীষ’ প্রার্থী চট্টগ্রামে ডিবি পরিচয়ে ব্যবসায়ীর ৪২ ভরি স্বর্ণ ছিনতাই চট্টগ্রামে দেশীয় বন্দুক-গুলিসহ শীর্ষ সন্ত্রাসী মনির গ্রেপ্তার চট্টগ্রামের সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেছেন শাহজাহান চৌধুরী

ফাহিমার অলরাউন্ড ঝলকে চট্টগ্রামের টানা দ্বিতীয় জয় : শিকার এবার বরিশাল

নিজেস্ব প্রতিবেদকঃ-
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ১২২ বার পড়া হয়েছে

সাভারের বিকেএসপির সবুজ মাঠে রোববারের বিকেলটা রঙিন হয়ে উঠল চট্টগ্রাম বিভাগের জয়োল্লাসে। নারী জাতীয় টি–২০ ক্রিকেট লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচে বরিশাল বিভাগকে ২৯ রানে হারিয়ে টানা দ্বিতীয় জয়ের দেখা পেয়েছে চট্টগ্রাম। আগের ম্যাচে তারা হারিয়েছিল ঢাকা বিভাগকে, এবার একই দৃঢ়তায় থামাল বরিশালকে।

টানা ব্যাটিং, টানা নিয়ন্ত্রণ

টস জিতে প্রথমে ব্যাট করতে নামে চট্টগ্রাম। নির্ধারিত ২০ ওভারে তারা ছয় উইকেট হারিয়ে তোলে ৯৪ রান। দলের রানভিত্তিক ভরসা ছিলেন অধিনায়ক ফাহিমা। জাতীয় দলের এই তারকা ব্যাটার ৩৯ বলে অপরাজিত ৪৪ রান করেন। দ্বিতীয় সর্বোচ্চ ১৭ রান আসে একা মল্লিকের ব্যাটে। বরিশালের বোলিং আক্রমণে যত ফাতিমা নেন দুইটি উইকেট, সুলতানা ও ইয়াসমিন নেন একটি করে উইকেট।

বরিশালের ব্যাটিং ব্যর্থতা

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই চাপের মুখে পড়ে বরিশাল। মাত্র ৩৩ রানে চার উইকেট হারিয়ে ছিটকে যায় তাদের সম্ভাবনা। চট্টগ্রামের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে পুরো ২০ ওভার খেললেও দলটি অলআউট হয় ৬৫ রানে। ওপেনার সুমি করেন সর্বোচ্চ ১৩ রান, তিনিই দলের একমাত্র দুই অঙ্ক ছোঁয়া ব্যাটার। চট্টগ্রামের পক্ষে ফাহিমা ও লিমা নেন দুটি করে উইকেট।

অলরাউন্ড নৈপুণ্যের জন্য ম্যাচসেরা নির্বাচিত হন চট্টগ্রাম বিভাগের অধিনায়ক ফাহিমা। ম্যাচ শেষে তার হাতে ট্রফি ও প্রাইজমানি তুলে দেন ম্যাচ রেফারি আসিফ হোসেন দিদার।

পরের ম্যাচে চট্টগ্রাম বিভাগের প্রতিপক্ষ রাজশাহী বিভাগ, ম্যাচটি হবে মঙ্গলবার।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ