১৬ বিজিবির নিতপুর বিওপির দক্ষ বিশেষ টহল আবারও প্রমাণ করল সীমান্ত নিরাপত্তায় তাদের সতর্কতা ও নিষ্ঠা। শনিবার (০৯ নভেম্বর ২০২৫) রাত আনুমানিক ২৩.২০টায় আরআইবি ও সিভিল সোর্সের যথাযথ তথ্যানুসারে নওগাঁর পোরশা থানার সীমান্ত মেইন পিলার ২৩১/৫ এস থেকে প্রায় ২ কিলোমিটার ভেতরে হবুর মোড় আম বাগান এলাকায় এক সফল অভিযান পরিচালনা করেন টহল কমান্ডার জেসিও–১০৭৯৯ নায়েব সুবেদার মুহাম্মদ আলী খান। ম্যাপসীট নং ৭৮সি/৮ ও জি আর নং ৪৬৬৭০৬ অনুযায়ী নির্দিষ্ট স্থান চিহ্নিত করে চালানো এই অভিযানে মালিকবিহীন অবস্থায় পাওয়া যায় ভারতীয় দুইটি মাঝারি মহিষ—যার বাজারমূল্য চার লক্ষ টাকা। সীমান্তপথে চোরাচালান রোধে এ ধরনের তাৎক্ষণিক অভিযান বিজিবির আন্তরিক প্রচেষ্টারই প্রমাণ। আটক করা মহিষ দুটি কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া ইতোমধ্যে চলমান রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।