নবাবগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন
নিজেস্ব প্রতিবেদকঃ-
প্রকাশের সময় :
বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
১৪৫
বার পড়া হয়েছে
“দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি” প্রতিপাদ্যে ঢাকার নবাবগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) এ উপলক্ষে উপজেলা ফটক থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। কায়কোবাদ চত্ত্বর হয়ে দোহার-নবাবগঞ্জ কলেজ ফটকে গিয়ে শেষ হয়। পরে কলেজ মাঠে ফিতা কেটে ও পায়রা উড়িয়ে প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলরুবা ইসলাম।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে এবং প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর সহায়তায় এ আনুষ্ঠান করা হয়।
প্রদর্শনীতে বিভিন্ন প্রজাতির পশুপালনকারী খামারি মোট ৩০টি স্টল অংশ নেয়। স্টলগুলোতে খামারে উৎপাদিত গরু, ছাগল, মহিষ, কবুতর, হাঁস-মুরগি, দুধ, ডিমসহ উৎপাদিত পণ্য প্রদর্শিত হয়। কলেজ মাঠে সভা মঞ্চে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফারহানা জাহান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসিফ রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ শাখাওয়াত হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা আসমা জাহান, নবাবগঞ্জ থানার ওসি মমিনুল ইসলাম প্রমুখ। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ মেলার স্টলগুলো ঘুরে দেখেন। পরে উপজেলা সভা কক্ষে আলোচনা-সভা অনুষ্ঠিত হয়।
উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুস সালাম, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর এড. ইব্রাহীম খলিল, নবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. জহিরুল ইসলাম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোজাম্মেল হোসেন খান, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মোঃ শাহ্ আলম প্রমুখ।