আজ ৩১ ডিসেম্বর ২০২৫ (বুধবার) দোহার উপজেলা প্রেস ক্লাবের এক গুরুত্ব-পূর্ণ সভা, প্রেস ক্লাবের অস্থায়ী কার্য্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় ভারপ্রাপ্ত সভাপতি নিয়োগ সংক্রান্ত একটি রেজ্যুলেশন গৃহীত হয়। সভায় সভাপতির অনুপস্থিতিতে ক্লাবের সার্বিক কার্যক্রম পরিচালনার বিষয়ে একটি গুরুত্বপূর্ণ রেজ্যুলেশন সর্ব-সম্মতিক্রমে গৃহীত হয়।
সভায় জানানো হয়, দোহার উপজেলা প্রেস ক্লাবের সভাপতি জনাব নাসির উদ্দিন পল্লব ব্যক্তিগত কারণে সৌদি আরব গমণ করায় সাময়িক-ভাবে তার পক্ষে ক্লাবের দায়িত্ব পালন করা সম্ভব হচ্ছে না। এ প্রেক্ষিতে ক্লাবের গঠনতন্ত্র ও প্রচলিত রীতিনীতি অনুসরণ করে সভাপতির পদটি সাময়িকভাবে শূন্য ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়।
পরবর্তীতে সভায় উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে ক্লাবের সিনিয়র সহ-সভাপতি জনাব সাইদুল ইসলাম-কে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব অর্পণের রেজ্যুলেশন গৃহীত হয়। সিদ্ধান্ত অনুযায়ী তিনি দোহার উপজেলা প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করবেন এবং ক্লাবের নিয়মিত ও দাপ্তরিক সকল কার্যক্রম পরিচালনা করবেন।
সভাটি সঞ্চালনা করেন ক্লাবের সাধারন সম্পাদক আবুল হাসেম ফকির।
এ সময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক জনাব মোঃ মনিরুল ইসলাম, কোষাধ্যক্ষ রাশেদ খন্দকার, দপ্তর সম্পাদক মোঃ ইসমাইল হোসেন শাকিল, সদস্য ডেন্টিস মাসুদ রানা ও সাংবাদিক মোঃ মনির হোসেন।
সভায় উপস্থিত সদস্যরা আশা প্রকাশ করেন, ভারপ্রাপ্ত সভাপতির নেতৃত্বে দোহার উপজেলা প্রেস ক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও সুসংহত হবে।