চট্টগ্রামের সাগরিকা এলাকায় চালবোঝাই একটি ট্রাক মালবাহী ট্রেনে ধাক্কা দিয়েছে। এতে ট্রাকটি দুমড়ে-মুচড়ে গেছে এবং ট্রেনটি লাইনচ্যুত হয়েছে। ফলে ওই রুটে মালবাহী ট্রেন চলাচল বন্ধ রয়েছে। সোমবার (২৮ অক্টোবর) ভোরে নগরীর সাগরিকা স্টেডিয়াম রেলগেইট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, চট্টগ্রাম বন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা মালবাহী ট্রেনটি ভোরে সাগরিকা এলাকায় পৌঁছালে সিগন্যাল অমান্য করে ট্রাকটি রেললাইনে উঠে পড়ে। এ সময় ট্রাকটি সজোরে ট্রেনের ইঞ্জিনে ধাক্কা দেয়। ধাক্কার পর ট্রেনের ইঞ্জিন উল্টে যায় এবং ট্রেনের একটি অংশ লাইনচ্যুত হয়।
চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, “ট্রাক ও মালবাহী ট্রেনের সংঘর্ষের পর থেকে ওই লাইন দিয়ে মালবাহী ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বর্তমানে উদ্ধারকাজ চলছে।” তিনি আরও জানান, “লাইনটি মূলত কনটেইনার ও মালবাহী ট্রেন পরিবহনের জন্য ব্যবহৃত হয়। তাই যাত্রীবাহী ট্রেন চলাচলে কোনো সমস্যা হচ্ছে না।”
দুর্ঘটনায় কেউ নিহত না হলেও ট্রাকচালক আহত হয়েছেন বলে জানা গেছে। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধারকাজ সম্পন্ন হলে শিগগিরই ট্রেন চলাচল স্বাভাবিক হবে।