কক্সবাজারের চকরিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মকছুদুল হক চুট্টুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা ভূমি অফিসের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মকছুদুল হক চুট্টু চকরিয়ার উপকূলীয় মাতামুহুরী সাংগঠনিক উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
দলীয় এবং মকছুদুল হক চুট্টুর পরিবার সূত্র জানায়- তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে কোন মামলা ছিল না। তবে তিনি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, মকছুদুল হক চুট্টু কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের মাতামুহুরী সাংগঠনিক উপজেলার সাধারণ সম্পাদক। তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।